news.ibtvusa@gmail.com

929-633-2900

হঠাৎ মার্কিন  দূতাবাস ঘিরে কেন কঠোর নিরাপত্তা !

হঠাৎ মার্কিন দূতাবাস ঘিরে কেন কঠোর নিরাপত্তা !

আইবিটিভি ডিজিটাল      প্রকাশিত: বিকাল ০৩:২১, ১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার      আপডেট: দুপুর ০১:১৩, ১৭ ডিসেম্বর ২০২৫, বুধবার

রাজধানীর গুলশানের ডিপ্লোম্যাটিক জোনে অবস্থিত আমেরিকান দূতাবাসের সামনে হঠাৎ নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুলশান থানা পুলিশ ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা অবস্থান নেয়। সোমবার রাতে আমেরিকান দূতাবাসের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের গুলশান বিভাগের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
জানতে চাইলে গুলশান বিভাগের সহকারি কমিশনার মাসুদ আলম বলেন, নিরাপত্তা ঝুঁকির শঙ্কায় দূতাবাস এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। 
সোমবার দিবাগত রাত সোয়া একটার দিকে আমেরিকান দূতাবাসের সামনে সরেজমিনে দেখা গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে আছে। একটি গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, নিরাপত্তা ঝুঁকির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দূতাবাস এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। তবে কোন ধরণের অপ্রিতিকর ঘটনা ঘটেনি।