আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিতিশীলতার ঝুঁকি দেখছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক মনে করছে, নির্বাচনের আগে রাজনৈতিক অস্থিতিশীলতার ঝুঁকি রয়েছে, যা নির্বাচনের পরেও থেকে যেতে পারে। এতে বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। রাজনৈতিক অস্থিতিশীলতার সঙ্গে আইনশৃঙ্খলার অবনতি নিয়েও উদ্বেগ রয়েছে। বাংলাদেশের অর্থনীতির ওপর বিশ্বব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এমন মত দিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ শিরোনামের প্রতিবেদনে দেশের অর্থনীতির ঝুঁকি ও আগামীর সম্ভাবনা নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়। সংস্থার ঢাকা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনের বিস্তারিত তুলে ধরেন বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সিনিয়র অর্থনীতিবিদ নাজমুস সাদাত খান।
রাজনৈতিক অস্থিতিশীলতা প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বেসরকারি খাতের বিনিয়োগের মন্থর গতি কাটছে না। উদ্যোক্তারা এ পরিস্থিতিতে অপেক্ষার নীতি নিয়েছেন। রপ্তানি খাতে তৈরি পোশাক কিছুটা ভালো করলেও পোশাকবহির্ভূত খাত রাজনৈতিক অস্থিতিশীলতা ও ব্যবসা পরিচালনা ব্যয় বৃদ্ধির কারণে সংকুচিত হয়ে আসতে পারে।
বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেটে বলা হয়, মূলত মূল্যস্ফীতি হ্রাস ও বেসরকারি ভোগব্যয় জোরদার হওয়ার ফলে জিডিপি প্রবৃদ্ধি বাড়বে। তবে রাজনৈতিক অনিশ্চয়তা এবং ব্যাংকিং খাতের দুর্বলতার কারণে বিনিয়োগ মন্থর থাকবে বলে ধারণা করা হচ্ছে।