জাতীয় পার্টি ও আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করতে গেলে তা ‘কোনো নির্বাচন হবে না’ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। উপজেলা দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জি এম কাদের বলেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বাদ দেওয়া হয়েছে। মাত্র ৩ শতাংশ লোক নিয়ে অন্তর্বর্তী সরকার নির্বাচন করতে চাচ্ছে। এ অবস্থায় নির্বাচন করতে গেলে তা কোনো নির্বাচন হবে না। যে নির্বাচনের জন্য আমরা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলি, যে পাতানো খেলার জন্য আমরা তাঁর বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম, এ সরকার একই কাজ করছে।
অন্তর্বর্তী সরকার ‘নিরপেক্ষ নয়’ উল্লেখ করেন তিনি বলেন, আমরা একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছিলাম। যেখানে কোনো দল থাকতে পারবে না। যাদের নিজস্ব দল থাকবে, তারা তত্ত্বাবধায়ক সরকার হতে পারবে না। বর্তমান সরকারের একটি নিজস্ব দল আছে।
জি এম কাদের বলেন, এ নির্বাচনে জাতীয় পার্টি ও আওয়ামী লীগকে বাদ দেওয়া হচ্ছে। নির্বাচনে ফলের দিক দিয়ে তৃতীয় দল জাতীয় পার্টি আর চতুর্থ দল হলো জামায়াতে ইসলামী।