news.ibtvusa@gmail.com

929-633-2900

বন্ধ হচ্ছে আইপিএল সম্প্রচার? যা বললেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

বন্ধ হচ্ছে আইপিএল সম্প্রচার? যা বললেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

আইবিটিভি ডিজিটাল      প্রকাশিত: বিকাল ০৩:৩৫, ০৪ জানুয়ারী ২০২৬, রবিবার      আপডেট: বিকাল ০৩:৩০, ২৫ জানুয়ারী ২০২৬, রবিবার

আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া ইস্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, খেলাটাকে খেলার জায়গায় রাখতে পারলেই ভালো হতো। তবে দেশে আইপিএল সম্প্রচার ইস্যুটির আইনগত দিকগুলো খতিয়ে দেখতে হবে।
রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজওয়ানা হাসান বলেন, খেলাটাকে খেলার জায়গায় রাখতে পারলেই ভালো হতো। কিন্তু খেলাটার মধ্যে রাজনীতি নিয়ে আসা হয়েছে। বাংলাদেশের একটি খেলোয়াড়কে যুক্ত করার পর আবার রাজনৈতিক যুক্তিতে তাকে বাদ দেওয়া হলো। এ দেশের জনগণের মনেও প্রতিক্রিয়া হয়। তিনি বলেন, আইপিএল সম্প্রচার করা হবে কি না, এই অবস্থানের আইনগত দিকগুলো খতিয়ে দেখা হবে। কোন দিক থেকে মুস্তাফিজকে বাদ দেওয়া হলো সেটিও দেখা হবে।
উপদেষ্টা বলেন, সম্প্রচার অধ্যাদেশ এবং মিডিয়া কমিশন চূড়ান্ত করার লক্ষ্যে কাজ করছে সরকার।