news.ibtvusa@gmail.com

929-633-2900

ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র

ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র

আইবিটিভি ডিজিটাল      প্রকাশিত: দুপুর ০১:৫৭, ০১ ডিসেম্বর ২০২৫, সোমবার      আপডেট: বিকাল ০৩:০৪, ০৭ ডিসেম্বর ২০২৫, রবিবার

শীতকালীন ঝোড়ো আবহাওয়ার কবলে যুক্তরাষ্ট্রের মিডওয়েস্ট। এক ফুটেরও বেশি তুষারপাতে রাস্তাঘাট ঢেকে গেছে। প্রবল বাতাস আর বজ্রবৃষ্টি পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।
সাউথ ডাকোটা থেকে নিউইয়র্ক পর্যন্ত প্রায় ৫ কোটি ৩০ লাখ মানুষ শীতকালীন আবহাওয়ার সতর্কতার আওতায় ছিলেন।
ডেস মইনেস বিমানবন্দরে রোববার মধ্যরাত পর্যন্ত ১০.৯ ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হয়। যা জানুয়ারি ২০২৪-এর পর ডেস মইনেসের জন্য সর্বোচ্চ দুই দিনের তুষারপাত। 
শিকাগোর ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার মোট ৮.৪ ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হয়েছে। যা শিকাগোর ইতিহাসে নভেম্বরের সবচেয়ে বেশি তুষারপাতের নতুন রেকর্ড গড়েছে। ইলিনয় স্টেট পুলিশ জানিয়েছে, শুধু শনিবার শিকাগো এলাকায় প্রায় ৫০০টি গাড়ি দুর্ঘটনার খবর পাওয়া গেছে।