news.ibtvusa@gmail.com

929-633-2900

বিশ্বের প্রথম স্বর্ণের রাস্তা হচ্ছে দুবাইতে

বিশ্বের প্রথম স্বর্ণের রাস্তা হচ্ছে দুবাইতে

আইবিটিভি ডিজিটাল      প্রকাশিত: বিকাল ০৩:৫৯, ২৮ জানুয়ারী ২০২৬, বুধবার      আপডেট: বিকাল ০৩:৫৯, ২৮ জানুয়ারী ২০২৬, বুধবার

গোটা দুনিয়াকে অবাক করে দুবাইয়ে গড়ে উঠছে বিশ্বের প্রথম ‘গোল্ড স্ট্রিট’ বা স্বর্ণের রাস্তা। দুবাইয়ের গোল্ড ডিস্ট্রিক্ট প্রকল্পের অংশ হিসেবে এই উচ্চাভিলাষী উদ্যোগের ঘোষণা দিয়েছে আবাসন নির্মাতা প্রতিষ্ঠান ইথরা দুবাই। মঙ্গলবার এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই নতুন বাণিজ্যিক হাবের উদ্বোধন করা হয়।

 জানানো হয়েছে, এই গোল্ড স্ট্রিটটি মূলত স্বর্ণের বিভিন্ন উপাদানে নির্মিত হবে এবং এটি পুরো ডিস্ট্রিক্টের প্রধান আকর্ষণ হিসেবে কাজ করবে। তবে এর নির্মাণশৈলী ও নকশা সম্পর্কে বিস্তারিত তথ্য ধাপে ধাপে প্রকাশ করা হবে।

নতুন এই বিশেষায়িত জোনে স্বর্ণ ও অলঙ্কার খুচরা বিক্রয়, পাইকারি বাণিজ্য, বুলিয়ন সার্ভিস এবং বিনিয়োগ সংশ্লিষ্ট সব ব্যবসাকে একই ছাতার নিচে নিয়ে আসা হয়েছে। এখানে ইতোমধ্যে জাওহারা জুয়েলারি, মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, আল রোমাইজান এবং তানিষ্কের মতো খ্যাতনামা ব্র্যান্ডগুলো কার্যক্রম শুরু করেছে। এছাড়া আন্তর্জাতিক জুয়েলারি চেইন জয়আলুকাস এখানে তাদের মধ্যপ্রাচ্যের বৃহত্তম ফ্ল্যাগশিপ স্টোর খোলার পরিকল্পনা করছে।

২০২৫ সাল থেকেই এখানে দর্শনার্থীদের যাতায়াত সহজ করতে পর্যটকবাহী বাসের রুট চালু করা হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, গত বছর প্রায় ১৪৭টি দেশের মানুষ এই এলাকাটি পরিদর্শন করেছেন। ইথরা দুবাইয়ের প্রধান নির্বাহী ইশাম গালাদারি জানান, এই প্রকল্পের মূল লক্ষ্য হলো স্বর্ণ ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং ক্রেতাদের জন্য একটি একক ও সমৃদ্ধ বাণিজ্যিক বলয় তৈরি করা।