news.ibtvusa@gmail.com

929-633-2900

এবার ইরানকে ‘পৃথিবী থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের

এবার ইরানকে ‘পৃথিবী থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের

আইবিটিভি ডিজিটাল      প্রকাশিত: দুপুর ০২:১৯, ২১ জানুয়ারী ২০২৬, বুধবার      আপডেট: বিকাল ০৩:৫২, ২৪ জানুয়ারী ২০২৬, শনিবার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতাদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ইরানের পক্ষ থেকে তার বিরুদ্ধে হত্যার হুমকি অব্যাহত থাকলে দেশটিকে ‘পৃথিবী থেকে মুছে ফেলা হবে’ বলে সতর্ক করেন তিনি। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দ্য হিল এ খবর জানিয়েছে।

মঙ্গলবার নিউজ নেশনের সাংবাদিক কেটি প্যাভলিচের সঙ্গে ‘কেটি প্যাভলিচ টুনাইট’ অনুষ্ঠানে ট্রাম্প বলেন, তাদের এমনটা করা উচিত নয়। তবে আমি আগেই নির্দেশনা দিয়ে রেখেছি—আমার সঙ্গে যদি কিছু ঘটে, তাহলে পুরো দেশটাই উড়িয়ে দেওয়া হবে। ট্রাম্প জানান, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনি প্রচারণার সময় বাইডেন প্রশাসনের গোয়েন্দা কর্মকর্তারা তাকে ইরানের পক্ষ থেকে সম্ভাব্য হত্যার হুমকি সম্পর্কে ব্রিফ করেছিলেন।

এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট জো বাইডেনের উচিত ছিল বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলা। এমন পরিস্থিতিতে সাবেক ও বর্তমান প্রেসিডেন্টদের একে অপরকে রক্ষা করা উচিত। ট্রাম্প আরও বলেন, আমার স্পষ্ট নির্দেশনা আছে। যদি কিছু ঘটে, তাহলে তারা পৃথিবীর মানচিত্র থেকেই মুছে যাবে।

এদিকে ইরানে টানা সরকারবিরোধী বিক্ষোভ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হওয়ার ঘটনায় দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তিনি আরও বলেন, বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে যুক্তরাষ্ট্র সামরিক ব্যবস্থা নিতে পারে। তবে সাম্প্রতিক সময়ে তাকে জানানো হয়েছে যে, এসব হত্যাকাণ্ড আপাতত বন্ধ রয়েছে।