news.ibtvusa@gmail.com

929-633-2900

প্রকাশ্যে এসে যে বার্তা দিলেন ওবায়দুল কাদের

প্রকাশ্যে এসে যে বার্তা দিলেন ওবায়দুল কাদের

আইবিটিভি ডিজিটাল      প্রকাশিত: দুপুর ০১:৫৫, ১৮ নভেম্বর ২০২৫, মঙ্গলবার      আপডেট: বিকাল ০৩:০৪, ০৭ ডিসেম্বর ২০২৫, রবিবার

জুলাই গণঅভ্যুত্থানে সরকার পতনের পর থেকেই পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা। দলের বেশিরভাগ নেতার মতোই ভারতে আশ্রয় নেন কার্যক্রম নিষিদ্ধ দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবার হাসিনার রায় ঘোষণার পর প্রথমবারের মতো প্রকাশ্যে আসলেন তিনি। রায় নিয়ে গণমাধ্যমে জানালেন নিজের অবস্থান।
সোমবার ওবায়দুল কাদেরের সাক্ষাৎকার প্রচার করে দৈনিক আমার দেশ পত্রিকা। সেখানে ওবায়দুল কাদেরকে বলতে শোনা যায়, পলাতক শেখ হাসিনাকে আত্মপক্ষ সমর্থনে কোনো সুযোগ দেয়া হয়নি। আওয়ামী লীগ এই রায় প্রত্যাখ্যান করে। এই আলোকে তাৎক্ষণিক প্রতিক্রিয়াও জানানো হয়েছে। শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। তিনি নিরাপদেই আছেন।
হাসিনাকে ভারতের ফেরত দেয়া ইস্যুতে জানান, দেশটির সরকারের নিজস্ব কৌশল ও নীতি আছে। সেই আলোকে তারা সিদ্ধান্ত নেবে বলে মনে করেন কার্যক্রম নিষিদ্ধ দলটির সাধারণ সম্পাদক।
এর আগে, গেল সোমবার দুপুরে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এসময় সাভার ও চানখারপুলের হত্যা মামলায় মৃত্যুদণ্ড দেয়া হয় শেখ হাসিনাক ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। এছাড়া রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেন আদালত।