নওগাঁয় প্রস্তাবিত বাল্যবিবাহ নিরোধ আইন ১৮’র সাথে কোন শর্ত নয় দাবিতে মানববন্ধন
সবুজ হোসেন, নওগাঁ প্রতিনিধি, আইবি টিভি ইউ এস এ
প্রকাশিত: সকাল ০৭:৩৫, ১১ নভেম্বর ২০২১, বৃহঃস্পতিবার
আপডেট: বিকাল ০৩:৪১, ২৬ অক্টোবর ২০২৫, রবিবার
প্রস্তাবিত বাল্যবিবাহ নিরোধ আইন ১৮’র সাথে কোন শর্ত নয় দাবিতে নওগাঁয় জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরামের মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। ফোরামে আহবায়ক মাহমুদুন নবী বেলালের সভাপতিত্বে জেলা প্রেসক্লাবের সভাপতি ইমরুল কায়েশ, সুজন জেলা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, সাংবাদিক আবু বক্কর সিদ্দিক, সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর জেলা ব্যবস্থাপক আশরাফুল ইসলাম, মাঠকর্মী শাহ রআলম, নারী সংগঠনের আলো দাস, ডলি আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, প্রস্তাবিত বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৬ এর বিশেষ বিবেচনায় শর্তে সুপারিশ কার্যকর হলে দেশে নারীশিশু আইনের মামলা গুলি বিনা বিচারে নিষ্পতি হবে। এতে ভুক্তভোগিরা বঞ্চিত হবেন তাদের সুবিচার থেকে। এছাড়া উক্ত সুপারিশ ব্যস্তবায়ন হলে আইনের ফাঁক ফোকড়ে স্কুলগামী অল্প বয়সি শিক্ষার্থীরা ঝরে পড়বে তাদের শিক্ষা থেকে।