news.ibtvusa@gmail.com

929-633-2900

স্কুলছাত্রের মৃতদেহের পাশেই মাছ ধরতে ব্যস্ত মানুষ!

স্কুলছাত্রের মৃতদেহের পাশেই মাছ ধরতে ব্যস্ত মানুষ!

আইবিটিভি ডিজিটাল      প্রকাশিত: দুপুর ০২:১০, ১৭ জানুয়ারী ২০২৬, শনিবার      আপডেট: বিকাল ০৩:৫২, ২৪ জানুয়ারী ২০২৬, শনিবার

ভারতের বিহারের সীতামড়ি জেলায় সড়ক দুর্ঘটনায় ১৩ বছর বয়সী রিতেশ কুমারে মৃত্যু হয়েছে। রিতেশ সপ্তম শ্রেণিতে পড়তো। সকালে কোচিং ক্লাসে যাওয়ার জন্য বের হয় রিতেশ। এরপর ঘটে ভয়ংকর এক সড়ক দুর্ঘটনা। 
শুক্রবার এনডিটিভির খবরে বলা হয়েছে, একটি দ্রুতগামী পিকআপ ট্রাক তাকে ধাক্কা দেয়। এ সময় রিতেশ ঘটনাস্থলেই মারা যায়।
পিকআপ ট্রাকে অনেক মাছ ছিল। দুর্ঘটনার পর রাস্তার ওপর সেই মাছ ছড়িয়ে পড়ে। আশেপাশের লোকজন দুর্ঘটনার দিকে নজর না দিয়ে মাছ লুট করতে শুরু করে। কেউ রিতেশকে সাহায্য করতে বা অ্যাম্বুল্যান্স ডাকতে যায়নি।
পুলিশের কর্মকর্তা খবর পেয়ে ঘটনাস্থলে আসে। তারা রিতেশের লাশ উদ্ধার করে মরদেহ পরীক্ষার জন্য পাঠায়। স্থানীয়রা মানুষের এই ধরনের অমানবিক আচরণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করেছে।