ভোলার মনপুরায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে পুরো দ্বীপের বাসা-বাড়ি, মসজিদ-বাড়ি, উপজেলার দালান-কোঠা, হাসপাতালের বিল্ডিং কাঁপতে থাকে। শুক্রবার ভোর ৬টায় এই ভূকম্পন অনুভূত হয়।
মনপুরা উপজেলার ইসলামী আন্দোলনের সভাপতি এনায়েত উল্লাহ জানান, ফজরের নামাজের সময় পুরো মসজিদ কাঁপতে থাকে।
উপজেলার মাদ্রাসা রোডের বাসিন্দারা জানান, বাসা-বাড়ি কাঁপতে থাকে। এছাড়া পুকুরের পানি টলমল করতে থাকে।
জানা যায়, ভারতের মনিপুর ও আসম সহ অন্যান্যস্খানে ভূমিকম্পের কারনে ভোলার মনপুরা উপকূলে এই ভূ-কম্পন অনুভূত হয়। তবে এখন পর্যন্ত কোন ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া ভূমিকম্পটি কত মাত্রার ছিল প্রাথমিকভাবে তাও জানা যায়নি।