news.ibtvusa@gmail.com

929-633-2900

ভোটের জরিপ: ৬ বিভাগে এগিয়ে বিএনপি

ভোটের জরিপ: ৬ বিভাগে এগিয়ে বিএনপি

আইবিটিভি ডিজিটাল      প্রকাশিত: বিকাল ০৩:০৯, ১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার      আপডেট: বিকাল ০৩:৪১, ২৬ অক্টোবর ২০২৫, রবিবার

ভোটারদের পছন্দের তালিকায় দেশের ছয়টি বিভাগে এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রংপুর বিভাগে এগিয়ে রয়েছে জামায়াতে ইসলামী এবং বরিশাল বিভাগে এগিয়ে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। বেসরকারি সংস্থা ইনোভিশন কনসালটিং পরিচালিত ‘পিপলস ইলেকশন পালস সার্ভে, দ্বিতীয় পর্ব– তৃতীয় খণ্ড’ প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। সোমবার রাজধানীর কারওয়ানবাজারে বিডিবিএল ভবনে আয়োজিত ‘ভোটারদের সিদ্ধান্তে সামাজিক প্রেক্ষাপট ও ভিন্নতার প্রভাব’ শীর্ষক গোলটেবিল আলোচনায় জরিপের ফল প্রকাশ করে ইনোভিশন।

জরিপে দেখা যায়, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনা, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে বিএনপি এগিয়ে। ময়মনসিংহ বিভাগে বিএনপি ৪৫.৭ শতাংশ, জামায়াত ২৫.৮ শতাংশ, আওয়ামী লীগ ১৭.৩ শতাংশ ও এনসিপি ৪.৭ শতাংশ ভোট পেয়েছে। সিলেটে বিএনপি ৪৪.৭ শতাংশ, জামায়াত ২৯.৬ শতাংশ, আওয়ামী লীগ ১৪ শতাংশ। রাজশাহীতে বিএনপি ৪৪.৪ শতাংশ, জামায়াত ৪০.৯ শতাংশ, আওয়ামী লীগ ৯.২ শতাংশ। খুলনায় বিএনপি ৪৩.৩ শতাংশ, জামায়াত ৩০.১ শতাংশ, আওয়ামী লীগ ১৮.৩ শতাংশ।

 ঢাকায় বিএনপি ৪০.৮ শতাংশ, আওয়ামী লীগ ২৫.৮ শতাংশ এবং জামায়াত ২৪.৩ শতাংশ। চট্টগ্রামে বিএনপি ৪১.৯ শতাংশ, জামায়াত ২৭.৬ শতাংশ ও আওয়ামী লীগ ১৭.১ শতাংশ ভোটার সমর্থন পেয়েছে।

অন্যদিকে রংপুর বিভাগে জামায়াত এগিয়ে ৪৩.৪ শতাংশ সমর্থন নিয়ে; যেখানে বিএনপি ৩৬.৭ শতাংশ, আওয়ামী লীগ ১২.৫ শতাংশ। বরিশালে আওয়ামী লীগ এগিয়ে ৩১.৯ শতাংশ ভোটার সমর্থন নিয়ে, বিএনপি ২৮.৭ শতাংশ ও জামায়াত ২৯.১ শতাংশ।

সার্বিকভাবে ভোটারদের পছন্দের তালিকায় বিএনপি প্রথম, জামায়াত দ্বিতীয়, আওয়ামী লীগ তৃতীয় এবং এনসিপি চতুর্থ অবস্থানে রয়েছে।
ইনোভিশনের তথ্যমতে, জরিপটি পরিচালিত হয় দেশের ৬৪ জেলার মোট ১০ হাজার ৪১৩ নাগরিকের মধ্যে।