চট্টগ্রামে ‘জয় বাংলা’ ও ‘শেখ হাসিনার’ পক্ষে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে একটি কনভেনশন সেন্টারে গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার রাত ৯টার দিকে খুলশি থানা এলাকার জিইসি মোড়ের সিইসি কনভেনশন হলে এ ঘটনা ঘটে। গোলাগুলিতে মো. নাজিম ও মো. শরীফ নামে দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
তবে আরেকটি পক্ষ দাবি করেছে—জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে নয়, কনসার্টে প্রবেশের দ্বন্দ্বকে কেন্দ্র করে এই গোলাগুলির ঘটনা ঘটেছে। কনভেনশন সেন্টারটি ভেতরে বাইরে ভাঙচুর করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত থাকা রনি নামে একজন জানান, ঢাকা থেকে আসা ব্যান্ড দল আর্টসেল গান পরিবেশন করছিল। এ সময় একটি পক্ষ অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দেয়। এ নিয়ে ছাত্রদলের নেতা-কর্মীরা প্রতিবাদ করেন। এরপর দুই পক্ষের মধ্যে তুমুল বাগবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে পুলিশ এলোপাতাড়ি গুলি করে। এতে ছাত্রদলের দুজন গুলিবিদ্ধ হয়েছেন।