news.ibtvusa@gmail.com

929-633-2900

সংসদ নির্বাচন ও গণভোট একই সঙ্গে করার প্রস্তাব বিএনপির

সংসদ নির্বাচন ও গণভোট একই সঙ্গে করার প্রস্তাব বিএনপির

আইবিটিভি ডিজিটাল      প্রকাশিত: দুপুর ১২:৪৩, ০৭ অক্টোবর ২০২৫, মঙ্গলবার      আপডেট: বিকাল ০৩:৪১, ২৬ অক্টোবর ২০২৫, রবিবার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আসন্ন সংসদ নির্বাচন ও সংস্কার প্রশ্নে গণভোট একই সঙ্গে হলে সময় সাশ্রয় ও রাষ্ট্রীয় সম্পদের অপচয় হবে না।’

গতকাল জাতীয় প্রেস ক্লাবে নাগরিক যুব ঐক্য আয়োজিত আলোচনায় তিনি এ কথা বলেন।

এ সময় অধ্যাদেশ জারির মাধ্যমে গণভোট আয়োজনে নির্বাচন কমিশনকে দায়িত্ব দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, ‘দুটি ব্যালট দিলে জাতি বিভ্রান্ত হবে এমন কথা বলা হচ্ছে। অথচ স্থানীয় সরকার নির্বাচনে তিনটি ব্যালটে নির্বাচন হয়। সুতরাং জনগণ দুটি ব্যালটে সংসদ ও গণভোটে অংশ নিতে প্রস্তুত। শুধু নির্বাচন কমিশনকে প্রচারণা চালাতে হবে।’

বিএনপির এই নেতা বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন একটি মহা আয়োজন। আবার গণভোটের জন্য যেন একই আয়োজন করতে না হয়। এতে জাতীয় নির্বাচন বিলম্বিত করার যেকোনো প্রয়াস এড়ানো যাবে। বিষয়টি নিয়ে যারা জটিলতা তৈরি করতে চান তাদের সুবুদ্ধির উদয় হোক।’