news.ibtvusa@gmail.com

929-633-2900

প্রধানমন্ত্রী হওয়া নিয়ে অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান

প্রধানমন্ত্রী হওয়া নিয়ে অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান

আইবিটিভি ডিজিটাল      প্রকাশিত: বিকাল ০৫:১০, ০৬ অক্টোবর ২০২৫, সোমবার      আপডেট: বিকাল ০৩:৪১, ২৬ অক্টোবর ২০২৫, রবিবার

দীর্ঘ প্রায় দুই দশক পর গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের নির্বাচনকেন্দ্রীক সমসাময়িক নানা বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরেছেন। সাক্ষাৎকারটি নিয়েছে বিবিসি বাংলা। 

নির্বাচন প্রসঙ্গে তারেক রহমানের কাছে জানতে চাওয়া হয়, আগামী নির্বাচনে আপনার ভূমিকা কি হবে? আপনি কি সরাসরি নির্বাচন করছেন? আপনাকে কি আমরা প্রধানমন্ত্রী পদের প্রত্যাশী হিসেবে দেখতে পাবো নির্বাচনে?

জবাবে তারেক রহমান বলেন, আমি একজন রাজনৈতিক দলের সদস্য, একজন রাজনৈতিক কর্মী। নির্বাচনের সাথে তো রাজনৈতিক দল এবং রাজনৈতিক কর্মীর ওতপ্রোত সম্পর্ক। কাজেই নির্বাচন যেখানে একটি মানে জনগণের সম্পৃক্ত একটি নির্বাচন হবে, সেখানে তো অবশ্যই আমি নিজেকে দূরে রাখতে পারবো না। আমাকে আসতেই হবে। স্বাভাবিকভাবেই মাঠেই ইনশআল্লাহ থাকবো আমি। আপনার প্রশ্নের পরের যে অংশটি ছিল, দেখুন আমি মনে করি এই সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের। এটি তো আমার সিদ্ধান্ত না। এই সিদ্ধান্ত নিবে বাংলাদেশের জনগণ।

নির্বাচনে অংশ নেবেন কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, না না সেটি তো নিব, কেন নিব না? অবশ্যই নিব।
বিএনপি যদি ক্ষমতায় আসে বা নির্বাচনে অংশ নেয় সেক্ষেত্রে প্রধানমন্ত্রী পদের প্রত্যাশী হিসেব নিশ্চিতভাবে তারেক রহমানকে দেখতে পাওয়া যাবে কি না এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, এটির সিদ্ধান্ত তো বাংলাদেশের জনগণের।

আবারও জানতে চাওয়া হয় বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত কী? জবাবে তারেক রহমান বলেন, সেক্ষেত্রে তো এটি দল সিদ্ধান্ত নেবে। দল কিভাবে করবে এটি তো দলের সিদ্ধান্ত।