পবিত্র কুরআন অবমাননার অভিযোগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ভাড়া বাসা থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপুর্ব পালকে ভাটারা থানা পুলিশ শনিবার মধ্যরাতে গ্রেফতার করেছে। তাকে রাত দেড়টার দিকে আটক করা হয়।
পরে জানা যায়, অপূর্ব সম্প্রতি ফেসবুকে কুরআন অবমাননার কিছু ভিডিও আপলোড করে, যার প্রতিবাদে কয়েকশ শিক্ষার্থী এবং স্থানীয়রা রাতভর তার বাসার নিচে জমায়েত হয়ে সর্বোচ্চ শাস্তির দাবি জানায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাস্থলের ছবি ও ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে; সেগুলোতে অপূর্ব ও পুলিশকে দেখা গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভাইস-প্রেসিডেন্ট সাদিক কায়েম এক ফেসবুক পোষ্টে বলেন, নর্থ সাউথে ঘটে যাওয়া এই ঘটনাটি জনগণের অনুভূতিতে আঘাত দিয়েছে। তিনি প্রশাসনকে ঘটনাটি দৃষ্টান্তমূলকভাবে তদন্ত করে দ্রুত বিচার সম্পন্ন করার আহ্বান জানান।
এই ঘটনার কারণ ও প্রেক্ষাপট নিয়ে উদ্বেগ প্রকাশ করে দেশজুড়ে বিভিন্ন ছাত্র সংগঠন ত্বরিত বিচার চেয়ে বিবৃতি প্রকাশ করেছে।