news.ibtvusa@gmail.com

929-633-2900

চলমান উত্তেজনার মধ্যেই হঠাৎ অন্ধকারে ডুবে গেল গ্রিনল্যান্ড!

চলমান উত্তেজনার মধ্যেই হঠাৎ অন্ধকারে ডুবে গেল গ্রিনল্যান্ড!

আইবিটিভি ডিজিটাল      প্রকাশিত: বিকাল ০৩:২০, ২৫ জানুয়ারী ২০২৬, রবিবার      আপডেট: বিকাল ০৩:৩০, ২৫ জানুয়ারী ২০২৬, রবিবার

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান রাজনৈতিক উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ার পরপরই প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে গ্রিনল্যান্ড। তীব্র বাতাসের কারণে সঞ্চালন লাইনে ত্রুটি দেখা দেওয়ায় দেশটির রাজধানী নুউক শনিবার রাত থেকে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।

গ্রিনল্যান্ডের রাষ্ট্রীয় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান জানিয়েছে, শনিবার স্থানীয় সময় রাত সাড়ে দশটার দিকে শক্তিশালী বাতাসের ঝাপটায় প্রধান জলবিদ্যুৎ কেন্দ্র 'বুকসেফজোর্ড'-এর সঞ্চালন লাইনে বড় ধরনের ত্রুটি দেখা দেয়, যার ফলে পুরো শহর অন্ধকারে তলিয়ে যায়। পরিস্থিতি মোকাবিলায় জরুরি বিদ্যুৎ কেন্দ্র চালুর মাধ্যমে রবিবার ভোরের মধ্যে শহরের প্রায় ৭৫ শতাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। তবে কর্তৃপক্ষ বাসিন্দাদের বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারে সতর্ক ও সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছে।

এই বিদ্যুৎ বিভ্রাট এমন এক সময়ে ঘটল যখন গ্রিনল্যান্ড সরকার সম্প্রতি সাধারণ মানুষের জন্য একটি জরুরি নির্দেশিকা জারি করেছে। সেখানে যেকোনো দুর্যোগ মোকাবিলায় নাগরিকদের অন্তত পাঁচ দিনের জন্য পর্যাপ্ত পানি, খাবার, ওষুধ এবং গরম কাপড় মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছিল। যদিও সরকার বলছে এটি একটি সাধারণ সতর্কতামূলক প্রস্তুতি, তবে বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে নাগরিকরা একে বেশ গুরুত্বের সঙ্গেই নিচ্ছেন।