news.ibtvusa@gmail.com

929-633-2900

ভেনেজুয়েলায় মার্কিন হামলার কথা শুনে ক্ষেপণাস্ত্র ছুঁড়লেন কিম

ভেনেজুয়েলায় মার্কিন হামলার কথা শুনে ক্ষেপণাস্ত্র ছুঁড়লেন কিম

আইবিটিভি ডিজিটাল      প্রকাশিত: দুপুর ০১:৫৮, ০৫ জানুয়ারী ২০২৬, সোমবার      আপডেট: বিকাল ০৩:৩০, ২৫ জানুয়ারী ২০২৬, রবিবার

উত্তর কোরিয়া জাপান সাগরে দুইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছে জাপান সরকার। জাপান সরকারের সূত্রের বরাতে দেশটির সংবাদমাধ্যম কিয়োডো জানিয়েছে, উত্তর কোরিয়া সম্ভবত দুইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা জাপানে সাগর পড়েছে । এর আগে দক্ষিণ কোরিয়ার যৌথ চিফ অব স্টাফ উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কথা জানিয়েছিল।
জাপানি সরকারের সূত্র অনুযায়ী, ক্ষেপণাস্ত্রগুলো জাপানের এক্সক্লুসিভ ইকোনমিক জোন-এর বাইরে পড়েছে।তবে কোনো ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত হওযা যায়নি। উপকূলরক্ষীরা ওই এলাকায় চলাচলকারী জাহাজগুলোকে সম্ভাব্য ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের কাছে না যেতে সতর্ক করেছে।
এর আগে, উত্তর কোরিয়া গত বছরের ২৮ ডিসেম্বর দুটি কৌশলগত দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল। রোববার কোরীয় উপদ্বীপের পশ্চিমে পীত সাগরে এই পরীক্ষা চালানো হয়। কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ তখন জানিয়েছিল, বিদেশি হুমকির বিরুদ্ধে ‘যুদ্ধ প্রস্তুতি’ যাচাই করতেই এই মহড়া।