ibtvusa@gmail.com

917-517-9777

ভারতের সাথে মাখামাখি কমানো শুরু করেছে বিমানবাহিনী

ভারতের সাথে মাখামাখি কমানো শুরু করেছে বিমানবাহিনী

আইবিটিভি নিউজ ডেস্ক     

ভারতকে ধীরে ধীরে পাত্তা দেওয়া কমানো শুরু করেছে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা পাওয়া বাংলাদেশ। শেষ মুহূর্তে নেওয়া একটি সিদ্ধান্তে, ভারতের যোধপুরে শুরু হওয়া বহুজাতিক বিমান মহড়া, তরঙ্গ শক্তির দ্বিতীয় পর্বে তার সি-হান্ড্রেড থার্টি বিমান মোতায়েন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। প্রাথমিকভাবে এই অনুশীলনে বিমান নিয়ে আসার কথা ছিল বাংলাদেশের। পরিবর্তে বাংলাদেশ বিমানবাহিনীর কর্মকর্তারা পর্যবেক্ষক হিসেবে এই মহড়ায় অংশ নেবেন বলে জানা যাচ্ছে। বাংলাদেশের রেখে যাওয়া শূন্যস্থান পূরণ করে, শ্রীলঙ্কা তার নিজস্ব সি-হান্ড্রেড থার্টি বিমানের সঙ্গে এতে অংশগ্রহণ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে।

 

ভারত আয়োজিত বৃহত্তম বহুজাতিক বিমান মহড়া তরঙ্গ শক্তির দ্বিতীয় পর্যায় ৩০ অগাস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। সেখানে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, গ্রিস, বাংলাদেশ, সিঙ্গাপুর এবং সংযুক্ত আরব আমিরাতের ফাইটার জেটের অভূতপূর্ব স্টান্টগুলি এই অনুষ্ঠানকে আলোকিত করবে। ২০২৩ সালের এপ্রিল মাসে দুই দেশের মধ্যে সামরিক সম্পর্ক জোরদার হওয়ার পর, ভারতের এই সামরিক মহড়ায় গ্রিস প্রথমবার অংশগ্রহণ করতে চলেছে। মহড়ার সময় ভারত এশিয়া তেজস, এসিইউ, এমকেআই এবং রাফালেসহ তার উন্নত সামরিক সম্ভার প্রদর্শন করবে। ২০২৪ এর তরঙ্গ শক্তি অনুষ্ঠানে ১৮টিরও বেশি দেশ অংশগ্রহণ করেছে এবং প্রায় ৬৭টি যুদ্ধবিমান ব্যবহার করা হবে।

 

১০টি দেশের বিমান বাহিনী তাদের সামরিক সম্ভার নিয়ে অংশ নিচ্ছে এতে এবং অন্যরা পর্যবেক্ষক হিসেবে তরঙ্গ শক্তির অংশ। অস্ট্রেলিয়ার এফ-এইটিন, শ্রীলঙ্কার সি-হান্ড্রেড থার্টি, গ্রিসের এফ-সিক্সটিন, এবং যুক্তরাষ্ট্রের এ -টেন ও এফ-সিক্সটিন ভারতীয় আকাশে তার সক্ষমতা প্রদর্শন করবে। ভারতীয় বিমান বাহিনী রাফালে, সুখোই, মিরাজ, জাগুয়ার, তেজস, মিগ-২৯, প্রচন্ড এবং রুদ্র নামক আক্রমণকারী হেলিকপ্টার নিয়ে মহড়ায় অংশ নেবে। মহড়ায় অংশগ্রহণকারী দেশগুলোর বিমান বাহিনীর প্রধানদের উপস্থিত থাকার কথা রয়েছে।