news.ibtvusa@gmail.com

929-633-2900

কয়টি আসন নিয়ে জামায়াতের সঙ্গে জোটে গেল এনসিপি?

কয়টি আসন নিয়ে জামায়াতের সঙ্গে জোটে গেল এনসিপি?

আইবিটিভি ডিজিটাল      প্রকাশিত: দুপুর ০২:২১, ২৯ ডিসেম্বর ২০২৫, সোমবার      আপডেট: দুপুর ০২:২৪, ২৯ ডিসেম্বর ২০২৫, সোমবার

জামায়াতে ইসলামীর নির্বাচনী জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে গণঅভ্যুত্থান থেকে উঠে আসা তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি। দলটির নেতাদের একাংশের আপত্তির মুখেই পাঁচ দিন আলোচনার পর রোববার জোটে যোগদানের ঘোষণা দেওয়া হয়। বিএনপির জোট থেকে বেরিয়ে আসা এলডিপিও নতুন জোটটিতে যোগ দিয়েছে। এর ফলে জামায়াতের নেতৃত্বাধীন জোটটিতে দলের সংখ্যা বেড়ে হলো ১০। 

দায়িত্বশীল সূত্র জানায়, এরই মধ্যে জোটভুক্ত দলগুলোর মধ্যে আসন বণ্টনও হয়েছে। এনসিপি ৩০ আসনে প্রতিদ্বন্দ্বিতার শর্ত মেনে নিয়েছে। চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনকে ৩১ আসন এবং বাংলাদেশ খেলাফত মজলিসকে ১৩ আসন দেওয়া হয়েছে। তবে দল দুটি এতে সন্তুষ্ট নয়। তারা আরও বেশি সংখ্যক আসনে প্রার্থী দেবে।

এনসিপির নেতাদের মধ্যে নাহিদ ইসলামকে ঢাকা-১১, আখতার হোসেনকে রংপুর-৪, সারজিস আলমকে পঞ্চগড়-১, হাসনাত আবদুল্লাহকে কুমিল্লা-৪, নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঢাকা-৮, আরিফুল ইসলাম আদীবকে ঢাকা-১৮ আসন ছেড়ে দিয়েছে জামায়াত।

গতকাল বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে জামায়াত আমির ডা. শফিকুর রহমান জানান, এনসিপি এবং এলডিপিও যোগ হয়েছে তাদের নির্বাচনী সমঝোতার উদ্যোগে। এ সময়ে তাঁর পাশে ছিলেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম। রাতে রাজধানীর বাংলামটরে সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, জামায়াত ও সমমনা দলগুলোর নির্বাচনী সমঝোতা হয়েছে। যেসব আসনে শাপলা কলির প্রার্থী থাকবেন না, সেখানে এনসিপি সমমনা দলের প্রার্থীর পক্ষে কাজ করবে।

অন্যদিকে এনসিপি জামায়াতের সঙ্গে যোগ দেওয়ায় গতকাল দলটির যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন পদত্যাগ করেন। এর আগের দিন দল ছাড়েন ডা. তাসনিম জারা। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিনসহ আরও কয়েক নেতা ক্ষোভ জানিয়েছেন প্রকাশ্যে। তারাও পদত্যাগ করতে পারেন।