news.ibtvusa@gmail.com

929-633-2900

শেষ মুহূর্তে চমক দেখাল জামায়াত

শেষ মুহূর্তে চমক দেখাল জামায়াত

আইবিটিভি ডিজিটাল      প্রকাশিত: দুপুর ০২:১৫, ২৯ ডিসেম্বর ২০২৫, সোমবার      আপডেট: দুপুর ০২:২৪, ২৯ ডিসেম্বর ২০২৫, সোমবার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতা নিয়ে নানা জটিলতার পর শেষ মুহূর্তে বড় চমক দেখাল জামায়াতে ইসলামী। আন্দোলনরত আট দলে বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপি এবং জুলাই বিপ্লবে নেতৃত্বে থাকা তরুণ যোদ্ধাদের দল এনসিপিকে যুক্ত করে ১০ দলীয় নির্বাচনি সমঝোতার ঘোষণার মধ্য দিয়ে দেশের রাজনীতিতে নতুন এ চমক সৃষ্টি হয়েছে। এছাড়া আরেক অবসরপ্রাপ্ত কর্নেল আবদুল হককে ঢাকা-২ আসনের প্রার্থী ঘোষণা করেছে জামায়াত। এটিও সংশ্লিষ্ট মহলে বেশ আলোচিত হচ্ছে।

রোববার জাতীয় প্রেস ক্লাবে আন্দোলনরত আট দল আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান নির্বাচনি রাজনীতির নতুন এ মেরূকরণের ঘোষণা দেন। জামায়াত আমির বলেন, এটা আমাদের একটা মজবুত নির্বাচনি সমঝোতা। এটা জোটের চেয়েও মজবুত। সারা দেশে ৩০০ আসনে আমরা বসে আলাপ-আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন আসন নির্ধারণ করেছি। আসন সমঝোতা প্রায় সম্পন্ন হয়েছে। বাকিটা নমিনেশন জমার পরপরই সুন্দরভাবেই সমাধান করা হবে।

এদিকে আসন সমঝোতা নিয়ে সংশ্লিষ্ট দলগুলোর মধ্যে চাওয়া-পাওয়ার হিসাব মেলাতে বেশ জটিলতা দেখা দেয়। গতকালের সংবাদ সম্মেলনে ১০ দলীয় নির্বাচনি সমঝোতার বিস্তারিত তুলে ধরেন জামায়াত আমির।
তিনি বলেন, জাতির একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতীয় জীবনের একটি কঠিন বাঁকে বাংলাদেশ যখন এসে দাঁড়িয়েছে, সে সময় প্রিয় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, একটি শোষণ-বৈষম্যহীন দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার জন্য ন্যায় ও ইনসাফের ভিত্তির ওপর সমাজকে দাঁড় করানোর জন্য অঙ্গীকার নিয়ে আমরা আটটি দল এতদিন কাজ করে আসছিলাম। আজ আরো দুটি দল আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। দল দুটি হলো—এলডিপি ও এনসিপি।

আসন বণ্টন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, এখানে একক কোনো দল আসন বণ্টন করবে না। আমরা যেখানে যার ন্যায্যতা, তার ভিত্তিতেই আসনগুলো তাদের হাতে তুলে দেব। জামায়াত কতটি আসনে নির্বাচন করবে এমন প্রশ্নের জবাব এড়িয়ে যান তিনি। এদিকে ১০ দলের কে কতটি আসন পাচ্ছে, তা নিয়ে সংশ্লিষ্ট মহলে বেশ কৌতূহল বিরাজ করছে। বিষয়টি এখনো চূড়ান্ত না হলেও জামায়াত অন্তত ১৯০টিতে এবং অন্য ৯টি দল ১১০টিতে একক প্রার্থী দিতে পারে বলে আভাস পাওয়া গেছে। সেক্ষেত্রে এনসিপির ৩০টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। ইসলামী আন্দোলনও ৩০টির বেশি আসন পাচ্ছে। এছাড়া এলডিপি পেতে পারে ছয়টি আসন।