জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জোটবন্ধভাবেই নির্বাচন করবে-এমনটা প্রায় নিশ্চিত। বিএনপি নাকি জামায়াত কার সঙ্গে জোটে যাচ্ছে এনসিপি? জনমনে এমন অনেক প্রশ্ন ছিল। সব প্রশ্নের উত্তর মিলতে শুরু করেছে। জামায়াতের সঙ্গে এনসিপির জোট প্রায় চূড়ান্ত হবার পথে। জানা গেছে, দুই দলের মধ্যে আসন ভাগাভাগি কেমন হবে-তা নিয়ে দড়ি টানাটানি অব্যাহত রয়েছে। তবে এনসিপি নেতারা বলছেন, জোট নিয়ে টানা বৈঠক চলছে। ৫০টির অধিক আসন চাচ্ছে এনসিপি। কিন্তু জামায়াত নেতারা বলছেন, আসন সমঝোতা নিয়ে-জরিপের ওপর গুরুত্ব দেওয়া হবে। মিত্রদের জয় নিশ্চিত হয় এমন আসনগুলোই ছাড়া হবে।
এ প্রসঙ্গে এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, জামায়াতের সঙ্গে জোট গঠনের আলোচনা হচ্ছে। তবে অনেক বোঝাপড়া রয়েছে, আসন থেকে শুরু করে দলীয় বিষয়গুলোও উঠে আসছে। জোট গঠনে আসন ভাগাভাগির বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এখানে আসন ভাগাভাগি নিয়েও আলোচনা-বৈঠক চলছে।
দ্রুত সময়ের মধ্যে এ দুই দলের জোট গঠনের ঘোষণাটি প্রকাশ্যে আসবে-এমন ইঙ্গিত দিয়েছেন দু’দলের বেশ কয়েকজন শীর্ষ নেতা। এনসিপিকে ২৭ থেকে ২৮টি আসন ছেড়ে দিতে চায় জামায়াতে ইসলামী। দুই দলেরই ঘনিষ্ঠ একটি সূত্র এ খবর দিয়েছে।