বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রাক্কালে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর একটি ঐতিহাসিক সংসদীয় ভাষণ সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ভাইরাল হয়। ওই ভাষণে পার্থ অত্যন্ত জোরালোভাবে বলেছিলেন, তারেক রহমান এ দেশে রাজনীতি করতে পারবেন কি পারবেন না, সেই ফয়সালা করার একমাত্র অধিকার এ দেশের জনগণের।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, আন্দালিব রহমান পার্থ সংসদে দাঁড়িয়ে আত্মবিশ্বাসের সাথে ঘোষণা করছেন, “ইট ইজ রিয়ালিটি, তারেক রহমান আসবেন।” তিনি আরও উল্লেখ করেছিলেন যে, তারেক রহমান এ দেশে রাজনীতি করতে পারবে কি পারবে না সেটা এদেশের জনগণ ঠিক করবে, যেদিন তিনি দেশে পা রাখবেন।
তারেক রহমান দেশে ফেরায় বিএনপির নেতাকর্মীরা সেই পুরোনো ভাষণের ক্লিপগুলো ব্যাপকভাবে শেয়ার করেন। তৃণমূলের কর্মীদের মতে, পার্থর সেই দিনের সেই ভবিষ্যদ্বাণী আজ বাস্তবে রূপ নিয়েছে। এই ভিডিওগুলো দলের সমর্থকদের মাঝে ব্যাপক অনুপ্রেরণা ও উদ্দীপনা জুগিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এক সময় সংসদে দাঁড়িয়ে তারেক রহমানের পক্ষে পার্থর দেওয়া সেই সাহসী ও দূরদর্শী বক্তব্যটি আজকের পরিবর্তিত পরিস্থিতিতে অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছে। দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে তারেক রহমানের রাজকীয় প্রত্যাবর্তনের মধ্য দিয়ে সেই ‘রিয়ালিটি’ বা বাস্তবতাই প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করছেন তাঁর অনুসারীরা।