“ইচ্ছে তো অনেক। আপাতত যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম।” মৃত্যুর ঠিক একদিন আগে ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন আবুল কালাম। রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে খুলে পড়া বিয়ারিং প্যাডের আঘাতে প্রাণ হারিয়েছেন তিনি। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
আবুল কালাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ঢাকায় একটি ট্র্যাভেল এজেন্সি পরিচালনা করতেন। এজেন্সির কাজে মাঝেমাঝে আসতেন ফার্মগেট। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ মেট্রোরেলের উপর থেকে ধাতব অংশটি নিচে পড়ে এবং তা আবুল কালামের মাথায় আঘাত করে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক জানান কালামের দেহে প্রাণ নেই।
আবুল কালামের দুই সন্তানের মধ্যে ছেলে আব্দুল্লাহর বয়স ৫ এবং মেয়ে সুরাইয়া আক্তারের বয়স ৩ বছর। তারা এখনও বুঝতে পারছে না তাদের বাবা আর নেই। তারা হয়তো ভাবছে বাবা আসবে, আবার কোলে তুলে নিবে।
ঘটনার পর সড়ক ও রেল উপদেষ্টা ফাওজুল কবির খান জানান, নিহত আবুল কালামের পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। তিনি আরও বলেন, মৃতের পরিবারের সব দায়দায়িত্ব মেট্রোরেল কর্তৃপক্ষ গ্রহণ করবে এবং যদি পরিবারের মধ্যে কর্মক্ষম কোনো সদস্য থাকে, তাকে মেট্রোরেলে চাকরি দেওয়া হবে।