news.ibtvusa@gmail.com

929-633-2900

চুড়ান্ত হচ্ছে বিএনপির মনোনয়ন, কারা পাচ্ছেন সবুজ সংকেত?

চুড়ান্ত হচ্ছে বিএনপির মনোনয়ন, কারা পাচ্ছেন সবুজ সংকেত?

আইবিটিভি ডিজিটাল      প্রকাশিত: বিকাল ০৩:০৬, ০৮ অক্টোবর ২০২৫, বুধবার      আপডেট: বিকাল ০৩:৪১, ২৬ অক্টোবর ২০২৫, রবিবার

হাইকমান্ডের সবুজ সঙ্কেতের অপেক্ষায় সারা দেশে বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা। আগামী নির্বাচনে ৩০০ আসনে দলটির প্রায় এক হাজার ৫০০ প্রত্যাশী রয়েছেন। কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী, চলতি অক্টোবরের মাঝামাঝিতে কিংবা এ মাসের মধ্যে প্রার্থীদের বিজয়ের সম্ভাব্যতা যাচাই বাছাই করে প্রতিটি আসনে একজনকে সবুজ সঙ্কেত দেয়া হবে। যাদের তফসিলের পর সাংগঠনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে দলের মনোনয়ন বোর্ড চূড়ান্ত করবে।

বিএনপি সূত্রে জানা গেছে, নির্বাচনের মাঠে ডোর টু ডোর প্রচার-প্রচারণায় গতি আনতেই সুনির্দিষ্ট প্রার্থীকে সবুজ সঙ্কেত দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এক্ষেত্রে দলের মাঠ পর্যায়ের নেতা ও সম্ভাব্য প্রার্থীদের মতামতকেও গুরুত্ব দেয়া হয়েছে।

মাঠপর্যায়ের নেতারা কেন্দ্রকে জানিয়েছেন, নির্বাচনের মাঠে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী দল জামায়াতে ইসলামী আরো বহু আগে আসনভিত্তিক একক প্রার্থী চূড়ান্ত করে নির্বাচনের ক্যাম্পেইনে নেমেছে। ভোটকেন্দ্র ও ভোটার টার্গেট করে দলটি গণসংযোগ চালিয়ে যাচ্ছে। অন্যদিকে প্রতিটি আসনে বিএনপির একের অধিক প্রত্যাশী থাকায় সুনির্দিষ্টভাবে কেউই নির্বাচনের প্রস্তুতি নিতে পারছে না।

জানা গেছে, মাঠপর্যায়ের এমন মতামত আমলে নিয়েই বিএনপির হাইকমান্ড শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীকে সবুজ সঙ্কেত দেবে।

এক্ষেত্রে যাতে কোনো গ্রুপিং কিংবা কোন্দল তৈরি না হয় সেজন্যও সাংগঠনিক প্রচেষ্টা চলছে।

দলীয় উচ্চপদস্থ এক নেতা জানান, এবার বিএনপি বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে তরুণ ও সুশিক্ষিত প্রার্থীদের ওপর যারা এলাকায় সক্রিয়, গ্রহণযোগ্য এবং জনগণের সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে দলের মনোনয়ন প্রক্রিয়া নিয়ে অত্যন্ত স্পষ্ট করে বলেছেন, ‘কোনো একটি পার্টিকুলার এলাকা থেকে আমরা আমাদের দলের এমন একজন ব্যক্তিকেই নমিনেশন দিতে চাইব, যে ওই এলাকার সমস্যা সম্পর্কে সচেতন আছে, যার সাথে ওই এলাকার মানুষের সম্পৃক্ততা আছে, যে ওই এলাকার মানুষের সমস্যা সমাধান করতে সক্ষম। এই ধরনের মানুষকেই আমরা প্রায়োরিটি দেবো। অর্থাৎ যার প্রতি জনসমর্থন আছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপি যদি তরুণ ও গ্রহণযোগ্য নেতৃত্বকে প্রাধান্য দেয়, তবে তা দলটির ভাবমূর্তিকে আরো ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারে।