news.ibtvusa@gmail.com

929-633-2900

ব্রিটেনে কনসার্টে বিস্ফোরণে নিহত ১৯

ব্রিটেনে কনসার্টে বিস্ফোরণে নিহত ১৯

যমুনা অনলাইন      প্রকাশিত: সকাল ০৭:৩৫, ১১ নভেম্বর ২০২১, বৃহঃস্পতিবার      আপডেট: বিকাল ০৩:৪১, ২৬ অক্টোবর ২০২৫, রবিবার

ব্রিটেনের ম্যানচেস্টার শহরে একটি পপ কনসার্টে বিস্ফোরণে ম্যানচেস্টারে কনসার্টে বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক লোক।


ব্রিটিশ পুলিশ ঘটনাটিকে সম্ভাব্য সন্ত্রাসী হামলা বলে বিবেচনা করছে। কনসার্ট হলে একটি বিস্ফোরণের ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। পুলিশের অসমর্থিত সূত্রের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম জানাচ্ছে, এটি আত্মঘাতী হামলাও হতে পারে।


মার্কিন গায়িকা আরিয়ান গ্রান্ডে ম্যানচেস্টার এরিনাতে তার কনসার্ট কেবল শেষ করার পর যখন দর্শকরা উঠে বের হতে শুরু করেন ঠিক তখনই এই বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।


এসময় আতংক দৌড়াদৌড়ি শুরু করেন আগন্তুকরা। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন বিস্ফোরণে তিনি কয়েক মিটার দূরে আছড়ে পড়েন।


ম্যানচেস্টার এরিনার কাছেই ভিক্টোরিয়া ট্রেন স্টেশন বন্ধ করে দেয়া হয়েছে। পুলিশ ওই এলাকা থেকে মানুষজনকে দূরে থাকার পরামর্শ দিয়েছে।


ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে হতাহত ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


/কিউএস