২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আর বাকি ৩ মাস। ঠিক এই সময় বিশ্বকাপের গ্রুপিং ও সময়সূচি প্রকাশ করেছে আইসিসি। তাতে দেখা গেছে প্রতিযোগিতার ‘সি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। লিটন দাসের দল গ্রুপসঙ্গী হিসেবে পেয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও নবাগত ইতালিকে।
৭ ফেব্রুয়ারি বিশ্বকাপের শুরুর দিনই নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগাররা। কলকাতায় বিকাল ৩টা ৩০ মিনিটে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে তারা। বাংলাদেশ নিজেদের পরের দুই ম্যাচও খেলবে ইডেন গার্ডেনসেই। ইতালির বিপক্ষে ৯ ফেব্রুয়ারির সেই ম্যাচটি মাঠে গড়াবে বেলা ১১টা ৩০ মিনিটে। ১৪ এপ্রিল নিজেদের পরের ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ইংল্যান্ডের। ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে ৩টায়।
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটি বাংলাদেশ খেলবে মুম্বাইয়ে। নেপালের বিপক্ষে সেই ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। চার গ্রুপ থেকে দুটি করে দল যাবে সুপার এইটে। সেখানে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে।