ibtvusa@gmail.com

917-517-9777

গর্ভপাতের অধিকার পুনরুদ্ধার করবেন কামালা হ্যারিস

গর্ভপাতের অধিকার পুনরুদ্ধার করবেন কামালা হ্যারিস

আইবিটিভি নিউজ ডেস্ক     

ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস জানিয়েছেন, তিনি নির্বাচিত হলে গর্ভপাত নিষিদ্ধের ফলে, নারীদের দুর্ভোগ দূর করা হবে তার প্রথম কাজ।সিবিএস নিউজকে দেয়া সাক্ষাৎকারে হ্যারিস জানান, দেশব্যাপী গর্ভপাতের অধিকার পুনরুদ্ধারের জন্য কংগ্রেস বিল পাশ করলে, গর্বের সঙ্গে তাতে সই করবেন তিনি।কামালা হ্যারিস আরও বলেন, সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নিয়োগ দেয়া সুপ্রিম কোর্টের বিচারপতিরা, উদ্দেশ্যপ্রণোদিতভাবে রো ভার্সেস ওয়েডের রায় বাতিল না করলে, আজ নারীদের এমন দুর্দশার শিকার হতে হতো না। গর্ভপাতের ওপর নিষেধাজ্ঞার ফলে নারীদের মৃত্যুর জন্যও ডনাল্ড ট্রাম্প দায়ী বলে, মন্তব্য করেন ভাইস প্রেসিডেন্ট।পপতারকা বিয়ন্সের গাওয়া ফ্রিডম গানটি, ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিসের জাতীয় সঙ্গীতে পরিণত হয়েছে। হ্যারিস বলেন, টেক্সাসের নারীদের নিজের পছন্দ বেছে নেয়ার অধিকার নেই।ব্যাটলগ্রাউন্ড মিশিগানে হ্যারিসের সমাবেশে প্রথমবারের মতো যোগ দেন সাবেক ফার্স্ট লেইডি মিশেল ওবামা। সেখানেও হ্যারিস প্রতিশ্রুতি দেন নির্বাচিত হলে- দেশজুড়ে গর্ভপাতের অধিকার ফিরিয়ে আনবেন।হ্যারিসের নির্বাচনি প্রতিশ্রুতির অন্যতম হলো- গর্ভপাকতের অধিকার পুনরুদ্ধার। কীভাবে সেটি করবেন সে বিষয়ে সিবিএস নিউযের সঙ্গে কথা বলেন তিনি।গর্ভপাতের অধিকার হারানোর জন্য রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকেই দায়ী করেন হ্যারিস। রো ভার্সেস ওয়েডের রায় বাতিলের পর থেকে, গত দুই বছর ধরে নারীরা সীমাহীন ক্ষতির শিকার হচ্ছেন বলে, মন্তব্য করেন হ্যারিস।হ্যারিস বলেন, এমন পরিস্থিতির জন্য ট্রাম্পই দায়ী। তাই প্রেসিডেন্ট নির্বাচিত হলে নারীদের প্রতি অবিচার বন্ধ করাই তার অগ্রাধিকার হবে বলে জানান তিনি।সেজন্য রো ভার্সেস ওয়েড ফিরিয়ে আনতে কাজ করবেন বলে জানান কামালা হ্যারিস। আর ট্রাম্প নির্বাচিত হলে, দেশজুড়ে গর্ভপাত নিষিদ্ধ করবেন বলে দাবি করেন তিনি।