ibtvusa@gmail.com

917-517-9777

নেতানিয়াহুর বক্তব্যে  হতাশ অ্যামেরিকা

নেতানিয়াহুর বক্তব্যে হতাশ অ্যামেরিকা

আইবিটিভি নিউজ ডেস্ক     

গাজায় হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ নিয়ে দুই মিত্রের উত্তেজনার মধ্যে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভিডিও বার্তার বিষয়ে হোয়াইট হাউজ গভীর হতাশা প্রকাশ করেছে।হোয়াইট হাউজের ন্যাশনাল সিকিউরিটি মুখপাত্র জন কিরবি এ হতাশা প্রকাশ করেছেন।নেতানিয়াহু  ভিডিও বার্তায় বলেছেন, স্টেট  সেক্রেটারি অফ অ্যান্টোনি ব্লিনকেন তাকে আশ্বস্ত করেছেন যে বাইডেন প্রশাসন ইযরায়েলের কাছে অস্ত্র সরবরাহের ওপর দেয়া নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য কাজ করছে।সাধারণভাবে ব্যক্তিগত কূটনৈতিক কথোপকথন প্রকাশের একটি বিরল ঘটনায় এ ভিডিওতে নেতানিয়াহু আরো দাবি করেন, তিনি ব্লিনকেনের কাছে আরও বলেছেন, গত কয়েক মাস ধরে ওয়াশিংটন ইসরায়েলের কাছে অস্ত্র ও গোলাবারুদ বন্ধ রাখার বিষয়টি কল্পনাতীত।

জন কিরবি নেতানিয়াহুর মন্তব্যগুলোকে সম্বোধন করে বলেছেন, অ্যামেরিকা সরাসরি ইসরায়েলের প্রতি বিরক্তি প্রকাশ করেছে।তিনি বলেন, ‘আমি মনে করি আমরা বিভিন্ন মাধ্যমে ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে সেই ভিডিওতে প্রকাশিত বিবৃতির কারণে আমাদের গভীর হতাশা প্রকাশ করেছি এবং বিবৃতিগুলোর যথার্থতা নিয়ে আমাদের প্রচুর উদ্বেগের কথা প্রকাশ করেছি।’জন কিরবি বলেন, ‘আমরা ইসরায়েলকে তাদের আত্মরক্ষার প্রয়োজনে সাহায্য করা বন্ধ করে দিয়েছি, এই ধারণাটি একেবারেই সঠিক নয়।