news.ibtvusa@gmail.com

917-517-9777

পুলিশের নির্যাতনের শিকার হওয়া এরিক এখন নিউ ইয়র্কের মেয়র

পুলিশের নির্যাতনের শিকার হওয়া এরিক এখন নিউ ইয়র্কের মেয়র

নূপুর চৌধুরী     

১৫ বছর বয়সে পুলিশের নির্যাতনের শিকার হয়েছিলেন। সেদিনেই পণ করেছিলেন পুলিশ একাডেমিতে জয়েন করবেন। পরিবর্তন চান, যেকোন অন্যায় অবিচারের.. বিচার বহিভূত শাস্তির। তবে যখন তিনি পুলিশ একাডেমিতে জয়েন করলেন বৈষম্য চোখে পড়লো আরো তীব্র ভাবে। কাজ  শুরু করেন  প্রাতিষ্ঠানিক সংস্কারের। বর্ণ বৈষম্যরে বিরুদ্দে। ২২ বছর পুলিশ একাডেমিতে কাজ করার পর যুক্ত হোন রাজনীতিতে।

১৯৬০ সালের সেপ্টেম্বেরের এক তারিখে জন্ম এরিক এডামসের। মানুষের বাসায় পরিস্কার পরিচ্ছন্নের কাজ করা  সিঙ্গেল মাদারের ঘরে এরিক বড় হোন ছয় ভাইবোনের সাথে। বেড়ে ওঠা কুইন্সের  সাউথ জ্যামাইকাতে।

লিঙ্ক

২২ বছর সিটির পুলিশ অফিসার, চার মেয়াদী স্টেট সেনেটর, এবং সাত বছর ব্রকলিনের বরো প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছেন এরিক এডামস।

২২ বছর এনওয়াপিডিতে থাকার পর ক্যাপ্টেন হিসেবে অবসরে যান। এর পর ২০০৬ থেকে ২০১৩ সাল পযর্ন্ত  স্টেট সেনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্রুকলিনের ডিসট্রিক্টক্ট টুয়েন্টি থেকে। ২০১৩ সালে ব্রুকলিনের বরো প্রেসিডেন্ট হিসেবে নিবাচিত হোন।  যা নিউইয় র্র ইতিহাসেও প্রথম ব্রকিলিনের কৃষ্ণাঙ্গ বরো প্রেসিডেন্ট। ২০১৭ সালে পুনরায় নিবাচিত হোন তিনি। ২০২০ সালের ১৭ নভেম্বর তিনি মেয়র হিসেবে লড়ার ঘোষনঅ দেন।

২০২১ সালে ডেমোক্রেটিক প্রাইমারির টিকিট পাওয়ার পর নভেম্বরের নির্াবনে রিপাবলিকান ্রার্ীকে পরাজিত করে মেয়র হিওসবে নির্াচিত হোন।

কাজের পাশে ব্যক্তিজীবন বাইরে রাখার পক্ষে এরিক এডামস। এরিক এডামসের ছেলে ২৫ বছরের জডান অভিনেতা এবং পরিচালক।