এক হাতে অস্ত্র আর আরেক হাতে স্কার্ফ ঠিক করছেন ইয়াসমিন ইউসেফ। তিনি সিরিয়ার উত্তর-পূর্বের বিস্তৃীর্ণ একটি গমের জমি পাহারা দিচ্ছেন। বিস্তৃীর্ণ এই গমের ক্ষেত্র দেশটির আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস এবং রুটির ঝুড়ি হিসেবে খ্যাত।
কয়েক ডজন স্বেচ্ছাসেবকের মধ্যে ৪২ বছর বয়সী ইয়াসমিনও রয়েছেন। কয়েকজন নারী আধা-স্বায়ত্তশাসিত কুর্দি-নেতৃত্বাধীন অঞ্চল কাহতানিয়ার নিকটবর্তী গম ক্ষেতগুলো আগুন ও অগ্নিসংযোগকারীদের হাত থেকে রক্ষায় সাহায্য করছেন।
ইয়াসমিন বলেছেন, তাদের লক্ষ্য হলো কৃষকদের সেবা করা এবং তাদের ফসল রক্ষা করা। এক বা দুই মাস তারা এই দায়িত্ব পালন করেন। ইয়াসমিন বলেন, খেতে যদি আগুন লেগে যায় তবে তাদের সরাসরি জানানো হয় এবং তারা দমকল বাহিনীকে ডাক দেন। কয়েক বছর খরার পর ব্যাপক বৃষ্টির কারণে এই বছর উত্তর-পূর্ব সিরিয়ার কৃষকরা বেশি ফসলের আশা করছেন। তবে বাসিন্দারা আশঙ্কা করছেন, গ্রীষ্মের দাবানল তাদের মূল্যবান ফসল ধ্বংস করতে পারে।