আর্জেন্টিনাকে ১৯৭৮ বিশ্বকাপ জেতানো কিংবদন্তি কোচ সিজার লুইস মেনোত্তি মারা গেছেন। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। মৃত্যুকালে মেনোত্তির বয়স হয়েছিল ৮৫ বছর।১৯৩৮ সালে মেসির জন্মশহর রোজারিওতে জন্মেছেন মেনোত্তি। স্ট্রাইকার পজিশনে খেলা মেনোত্তি ১৯৬৩ থেকে ১৯৬৮ পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে ১১ ম্যাচ খেলেছেন। আকাশি-সাদার জার্সিতে গোলে করেছেন দুইটি। পরে কোচিংয়ে যোগ দেন। ৩৭ বছরের কোচিং ক্যারিয়ারে আর্জেন্টিনা ও মেক্সিকো জাতীয় দলের কোচ ছিলেন। এছাড়া বার্সেলোনাসহ ১১টি ক্লাবের কোচের ভূমিকা পালন করেছেন। ১৯৭৬ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত ছিলেন আলবেসেলেস্তেদের কোচ। আর ১৯৯১ থেকে ১৯৯২ সাল পর্যন্ত ছিলেন মেক্সিকো জাতীয় দলের দায়িত্বে।আর্জেন্টিনাকে ঘরের মাঠে ১৯৭৮ বিশ্বকাপ জেতানো মেনোত্তি পরের বছরই অনূর্ধ্ব-২০ দলকেও জিতিয়েছেন যুব বিশ্বকাপ। দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন মেনোত্তি। তিনি দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালেই ছিলেন। আর্জেন্টিনার সংবাদমাধ্যম জানিয়েছে, মৃত্যুর আগে রক্তশূন্যতায় ভুগে প্রায় মাসখানেক হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।এদিকে, মেনোত্তির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি ও আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। এছাড়া বার্সেলোনা পক্ষ থেকে এক বিবৃতিতে মেনোত্তির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার আত্মার শান্তি কামনা করা হয়েছে।