কূটনীতিতে সবার আগে বাংলাদেশ নীতি বিএনপির। সে নীতি ভারতের সঙ্গেও প্রযোজ্য থাকবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে কূটনীতি ও প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্কের ব্যাপারে এসব কথা বলেন তিনি।
বাংলাদেশের প্রতিবেশী দেশ এবং বাংলাদেশের তিন পাশেই দেশটির সীমান্ত রয়েছে বলে সাক্ষাৎকারে ভারতের বিষয়টি আলাদাভাবে উঠে আসে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হওয়া উচিত— এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, অবশ্যই আমি আমার পানির হিস্যা চাই। অবশ্যই আমি দেখতে চাইনা না যে, আরেক ফেলানী ঝুলে আছে। অবশ্যই আমরা এটা মেনে নিব না। দুটো উদাহরণ দিয়ে বুঝালাম যে, আমাদের অবস্থানটা কী হবে। আমরা আমাদের পানির হিস্যা চাই। অর্থাৎ আমার দেশের হিস্যা, মানুষের হিস্যা আমি চাই। অবশ্যই ফেলানী হত্যাকাণ্ডের মাধ্যমে আমি বুঝাতে চেয়েছি যে, আমার মানুষের উপরে আঘাত আসলে অবশ্যই সেই আঘাতকে আমি মেনে নেব না।
পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে শীতলতা দেখা গেছে। বিএনপি সরকারে এলে এ অবস্থা পরিবর্তনের ব্যাপারে উদ্যোগ নেয়া হবে কিনা— সে প্রসঙ্গেও জানতে চাওয়া হয় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে।
তারেক রহমান জবাবে বলেন, এখন তারা যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই। এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে, তাদের সঙ্গে শীতল থাকবে। তাই আমাকেও আমার দেশের মানুষের সঙ্গে থাকতে হবে।