পর্নো তারকাকে দেওয়া ঘুষের ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরও ডনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে জোরালো সমর্থন দিয়েছেন তার দল রিপাবলিকান পার্টির প্রধান দাতারা। পাঁচ নভেম্বরের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারে ট্রাম্পকে মিলিয়ন ডলার দিয়ে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন তারা। আগামী ১১ জুলাই ট্রাম্পের সাজা ঘোষণা করা হবে। তাতে তার কারাদণ্ড হতে পারে। রক্ষণশীল চিন্তাধারার অনেক রিপাবলিকান দাতাই ট্রাম্পের বিরুদ্ধে পরিচালিত এ মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে দেখেন। ট্রাম্পের দাবি, নির্বাচনকে সামনে রেখে ডেমোক্র্যাট শিবির আইনি ঝামেলায় ফেলে তাকে দুর্বল করার চেষ্টা করছে। আর তার এ কথারই প্রতিধ্বনি করছেন রিপাবলিকান ওই দাতারা। তবে বাদীপক্ষের প্রসিকিউটররা এমন দাবি সত্য নয় বলে উড়িয়ে দিয়েছেন। তারা যে আর্থিক অনুদানের প্রতিশ্রুতি দিয়েছেন তাতে গুরুত্বপূর্ণ স্টেটগুলোতে ট্রাম্পের পক্ষে ব্যাপকভাবে বিজ্ঞাপন প্রচার, দ্বারে দ্বারে ভোট চাওয়া এবং ফোন ব্যাংকিং সেবা ত্বরান্বিত হবে। আদালতের রায়ের পর ট্রাম্পের দীর্ঘদিনের কিছু দাতা তার জন্য আর্থিক অনুদান আরও বাড়িয়েছেনও। অন্তত একটি ক্ষেত্রে এই দাতারা প্রথমবারের মতো বড় অঙ্কের অনুদান দিয়েছেন।