প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস-প্রেসিডেন্ট কামালা হ্যারিস নভেম্বরের নির্বাচনে কৃষ্ণাঙ্গ ভোটারদের সমর্থন আদায়ে পেনসিলভেনিয়া সফর করেছেন। ২০২০ সালের নির্বাচনে ডেমোক্র্যাটদের বিজয়ের পেছনে কৃষ্ণাঙ্গ ভোটারদের সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সাম্প্রতিক কয়েকটি জরিপে বাইডেন প্রশাসনের প্রতি এ কমিউনিটির সমর্থন কমে যাওয়ার ইঙ্গিত দিয়েছে। ডেমোক্র্যাটদের প্রতি আগের মতো সমর্থন আবারও ফিরিয়ে আনার জন্য বাইডেন ও হ্যারিস পেনসিলভেনিয়া স্টেইটের নতুন কৃষ্ণাঙ্গ ভোটারদের জন্য একটি ক্যাম্পেইনের উদ্বোধন করেন। দুজনেই ফিলাডেলফিয়ার একটি বোর্ডিং স্কুলে থামেন এবং সেখানে প্রধানত কৃষ্ণাঙ্গ ছাত্রদের সংগঠন ও ব্ল্যাক চেম্বার অফ কমার্সের সদস্যদের সঙ্গে কথা বলার পাশাপাশি একটি ছোট ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। কৃষ্ণাঙ্গ ভোটারদের কাছে টানতে ফিলাডেলফিয়ার সফরকে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে বাইডেন প্রশাসনের পক্ষ থেকে প্রথম প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। প্রচার ক্যাম্পেইন বলেছে, তারা বাইডেন প্রশাসনের অর্জন এবং কমিউনিটির জন্য ইতিবাচক সিদ্ধান্তের কথা কৃষ্ণাঙ্গ ভোটারদের স্মরণ করিয়ে দেয়ার চেষ্টা করছেন। প্রেসিডেন্ট বাইডেনের সুপ্রিম কোর্টে প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারপতি হিসেবে কেটানজি ব্রাউন জ্যাকসনকে নিয়োগ এবং প্রথম কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে কামালা হ্যারিসকে বেছে নেয়ার দিকটি তুলে ধরার ইঙ্গিত করেছে প্রচার ক্যাম্পেইন। ২০২২ সাল থেকে অর্থনীতি বাইডেনের জন্য একটি বিশেষ নেতিবাচক দিক হয়ে দাঁড়িয়েছে। ওই বছর মুদ্রাস্ফীতি ৪০ বছরের মধ্যে সবচেয়ে বেশি উচ্চতায় পৌঁছায়। সম্প্রতি সাত মাসের ইসরাইল-হামাস যুদ্ধে বাইডেনের কার্যক্রম নিয়ে কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের অসন্তোষের লক্ষণও দেখা গেছে। মার্চ মাসে প্রকাশিত অ্যাসোসিয়েটেড প্রেস-এনওআরসি সেন্টার ফর পাবলিক অ্যাফেয়ার্স রিসার্চ পোল অনুসারে, কৃষ্ণাঙ্গ প্রাপ্তবয়স্কদের মধ্যে ক্ষমতা গ্রহণের শুরুতে থাকা প্রেসিডেন্ট বাইডেনের প্রতি সমর্থন ৯৪ শতাংশ থেকে নেমে এসে এখন মাত্র ৫৫ শতাংশে ঠেকেছে। নভেম্বরের নির্বাচনে এরিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাডা, পেনসিলভেইনিয়া ও উইসকনসিন স্টেইটে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হওয়ার আশা করা হচ্ছে। এ স্টেইটগুলোতে বাইডেনের বিজয়ের জন্য কৃষ্ণাঙ্গ ভোটারদের খুঁজে বের করা খুব গুরুত্বপূর্ণ প্রমাণিত হতে পারে।