news.ibtvusa@gmail.com

917-517-9777

ফ্লোরিডায় ডিসান্টিসের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টের পক্ষে প্রচারণায় যাবেন বাইডেন

ফ্লোরিডায় ডিসান্টিসের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টের পক্ষে প্রচারণায় যাবেন বাইডেন

আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক     

২০২৪ সালের নির্বাচনে সম্ভাব্য রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী এবং ফ্লোরিডার বর্তমান গভর্নর রন ডিসান্টিস। মধ্যবর্তী নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক গভর্নর প্রার্থী চার্লি ক্রিস্ট। নির্বাচনের ঠিক আগ মূহুর্তে ক্রিস্টের পক্ষে প্রচারণায় ফ্লোরিডায় যাচ্ছেন বাইডেন। রোববার হোয়াইট হাউজ জানায়, আগামী পহেলা নভেম্বর ফ্লোরিডার ফোর্ট লডারডেইলে ডেমোক্র্যাটিক প্রার্থী ক্রিস্টের অভ্যর্থনায় যোগ দিবেন প্রেসিডেন্ট। হারিকেইন ইয়ান মোকাবিলায় ডিসান্টিসের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলেও, নির্বাচনী রাজনীতিতে প্রেক্ষাপট পুরোই ভিন্ন।  অভিবাসন ইস্যুতে ডেমোক্র্যাটদের বিপদে ফেলতে টেক্সাসের গভর্নরের সঙ্গে মিলে বাসে করে অভিবাসীদের নিজেদের স্টেট থেকে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত অন্য স্টেটে পাঠিয়ে দিচ্ছেন তিনি। কোভিড নীতি এবং গর্ভপাত ইস্যুতেও বাইডেন প্রশাসনের সঙ্গে লড়াইয়ে মাঠে রয়েছেন ডিসান্টিস। সেজন্যেই মধ্যবর্তী নির্বাচন এবং পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ফ্লোরিডায় প্রচারণায় যাচ্ছেন বাইডেন।