দিনাজপুরের বাংলা হিলিতে দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করেছে বিজিবি। আজ বুধবার বেলা ১১ টায় উপজেলার গোহাড়া উচ্চ বিদ্যালয় মাঠে জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. ইমতিয়াজ চৌধুরী এসব শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন। এ সময় অপস অফিসার মাসরুর এস এ রুমী, খট্রামাধবপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ মোকলেছুর রহমান, গোহাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।