জমকালো আয়োজনে নিউইয়র্কে হয়ে গেল সাংস্কৃতিক সন্ধ্যা। উডসাইডের কুইন্স প্যালেসে এর আয়োজন করা হয়। তারকা ঝড়া এই সন্ধ্যায় ছিলো আড্ডা, গান আর নাটকের সমারোহে সজ্জিত।এদিন, মঞ্চস্থ হয় জিনাত হাকিমের পরিচালিত বিন্দু থেকে বৃত্ত নাটক। এতে অভিনয় করেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া, লায়লা হাসান, শায়লা, মনিহার, সনিসহ অনেকে। এছাড়া গোটা আয়োজনে সহযোগীতায় ছিলেন আজিজুল হাকিম। শুধু নাটকই নয়, জনপ্রিয়সব ...