news.ibtvusa@gmail.com

917-517-9777

তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিলো ওপেকপ্লাস

তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিলো ওপেকপ্লাস

আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক     

বিশ্বের শীর্ষস্থানীয় তেল উৎপাদনকারী দেশগুলো উৎপাদন কমাতে সম্মত হয়েছে। উৎপাদন কমানোর পাশাপাশি তেলের রফতানি কমানোরও সিদ্ধান্ত নিয়েছে দেশগুলো। এর ফলে বিশ্বে তেলের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সৌদি আরব ও রাশিয়াসহ ওপেকপ্লাস দেশগুলো সিদ্ধান্ত নিয়েছে, প্রতিদিন ২ মিলিয়ন ব্যারেল তেলের উৎপাদন কমানো হবে।

বিশ্ব অর্থনীতি মন্থর হয়ে তেলের মূল্য কমে যাওয়া ঠেকানোর লক্ষ্যে দেশগুলো এই সিদ্ধান্ত নিয়েছে। সেপ্টেম্বর মাসের শেষ দিকে ব্রেন্ট অপরিশোধিত প্রতি ব্যারেল তেলের দাম ছিল ৮৪ ডলার। যা মার্চ-জুনে ছিল ১৩০ ডলার।

বুধবার ওপেকপ্লাসের উৎপাদন কমানোর ঘোষণার পরই তেলের দাম বাড়তে শুরু করেছে। ১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল তেলের দাম হয়েছে ৯২.৭৪ ডলার।

বিশ্ব অর্থনীতিকে চাঙা করার জন্য অ্যামেরিকার চাপ সত্ত্বেও তেলের দাম কমানো ও উৎপাদন বাড়ানোর বিষয়টি প্রত্যাখ্যান করেছে সংস্থাটি।