news.ibtvusa@gmail.com

917-517-9777

বাংলাদেশি আশিকুল আলমকে ডিপোর্ট করবে অ্যামেরিকা

বাংলাদেশি আশিকুল আলমকে ডিপোর্ট করবে অ্যামেরিকা

IBTV USA     

বাংলাদেশি আশিকুল আলমকে ডিপোর্ট করবে অ্যামেরিকা

বাংলাদেশি আশিকুল আলমকে ৫ বছর জেল সাজা ভোগের পর ডিপোর্ট করবে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের বাসিন্দা আশিকুল টাইমস স্কয়ার ও ওয়াশিংটন ডিসিতে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিলেন। এ অভিযোগে ২০১৯ সালের জুন মাসে অস্ত্রসহ গ্রেফতার হন। ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ/এফবিআই’র স্ট্রিং অপারেশনের ফাঁদে আটকা পড়েন তিনি । ছদ্মবেশি এফবিআই এর লোকজনদের সাথেই আশিক এ হামলার পরিকল্পনা করে। অস্ত্র কেনার জন্য আলোচনা করে। ২০১৮ থেকে ২০১৯ সালের জুন পর্যন্ত এফবিআই তাকে ফলো করে। বন্ধু সেজে তার আগ্রহের কথা সংগ্রহ ও রেকর্ড করে। তাদের সাথে আলোচনায় আশিক নিজেকে আলকায়দা ও বিন লাদেনের অনুসারি হিসেবে দাবি করেন। তাকে নিয়ে সম্ভাব্য হামলার স্থল রেকি করে ছদ্মবেশি এফবিআই সদস্যরা। হামলা করার সম্ভাব্য সব প্রমানাদি সংগ্রহ করার পর তাকে গ্রেফতার করে এই এফবিআই সদস্যরাই।

গত ১৭ ডিসেম্বর ব্রæকলিনের আদালতে আশিক হামলার পরিকল্পনার কথা স্বীকার করেন। তবে তার বিরুদ্ধে সন্ত্রাসী অপরাধের চার্জ আনা হয়নি। মামলার সাথে সংশ্লিষ্ঠ অফিসাররা বলেছেন, আশিক আমেরিকার জন্য তাৎক্ষনিকতার থ্রেট ছিল না। গোয়েন্দা মনিটরিং এ তেমন কোন প্রমান পাওয়া যায়নি। শুধু ইচ্ছা ও পরিকল্পনার কথা আলোচনা করেছিলেন। আদালতে দোষ স্বীকার করায় তার সাজা কম হবে। এমতাবস্থায় তাকে সর্বোচ্চ বছর সাজা ভোগ করতে হবে। এরপর তাকে যুক্তরাষ্ট্র থেকে করা হবে তাকে ডিপোর্ট ।আশিকের আইনজীবিরা দাবি করেছেন, সে ইতোমধ্যে ২ বছর জেলে আটক ছিল। তাই তার সাজা কমে ৩ বছর হবার সম্ভাবনা রয়েছে। গ্রীনকার্ডধারী আশিক কুইন্সের বাংলাদেশি অধ্যুষিত এলাকায় জ্যাকসন হাইটসে বাবা মা’র সাথে বাস করতেন। সে কুইন্সের জন জে ইউনিভারসিটির ছাত্র ছিল। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। এফবিআই এর স্ট্রি অপারেশনে ধরা পড়ে তার স্বপ্নের আমেরিকার ভবিষ্যত ¤øান হয়ে গেল।