news.ibtvusa@gmail.com

917-517-9777

'মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত থাকা কর্মকর্তাদের পুরস্কৃত করছে বাংলাদেশ'

'মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত থাকা কর্মকর্তাদের পুরস্কৃত করছে বাংলাদেশ'

আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক     

মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত থাকা নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতিসহ নানাভাবে পুরস্কৃত করছে বাংলাদেশ সরকার।

নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের নিজস্ব  এক প্রতিবেদনে একথা বলা হয় ।

বুধবার তাদের ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে বলা হয়, জোরপূর্বক গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং নির্যাতনসহ নানাভাবে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত এসব কর্মকর্তাদের তাদের অপরাধের জন্য জবাবদিহি নিশ্চিত না করে তাদের পুরস্কৃত করা হচ্ছে।

গত ৩০শে সেপ্টেম্বর পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এর আগে তিনি র্যাবের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। সেসময় র্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলো অ্যামেরিকা। সে ঘটনার এক বছরেরও কম সময়ের মধ্যে তাকে পুলিশের মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

এদিকে, এতদিন এ দায়িত্বে থাকা ড. বেনজীর আহমেদের বিরুদ্ধেও একই অভিযোগে নিষেধাজ্ঞা দেয় ট্রেজারি ডিপার্টমেন্ট।