news.ibtvusa@gmail.com

917-517-9777

ভেনেজুয়ালার অভিবাসীদের তাড়াতে ট্রাম্পযুগের নীতি ফিরিয়ে আনছেন বাইডেন

ভেনেজুয়ালার অভিবাসীদের তাড়াতে ট্রাম্পযুগের নীতি ফিরিয়ে আনছেন বাইডেন

আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক     

দুই বছর আগে সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির কড়া সমালোচনা করেছেন। কিন্তু এখন ভেনেজুয়েলায় সমাজতান্ত্রিক নিকোলাস মাদুরো সরকারের হাত থেকে বাঁচতে পালিয়ে অ্যামেরিকায় আশ্রয় প্রার্থীদের তাড়িয়ে দিতে সেই ট্রাম্পযুগের নীতির আশ্রয় নিচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন। মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে আর্টিকেল ফোর্টি টু নামের নির্বাহী আদেশে ভেনেজুয়েলার অভিবাসীদেরকে বিতাড়িত করছেন বাইডেন। নতুন নীতি অনুযায়ী, যারা পায়ে হেটে বা সাঁতরে মেক্সিকো বা পানামা হয়ে অ্যামেরিকায় প্রবেশ করবে তাদেরকে অ্যামেরিকায় প্রবেশে অযোগ্য ঘোষণা করা হবে। তবে ২৪ হাজার ভেনেজুয়েলার নাগরিককে বিমানবন্দরে গ্রহণ করার নীতি নেওয়া হয়েছে। কিন্তু এসব নীতি উপেক্ষা করে অনেকেই সীমান্তে জড়ো হচ্ছেন অ্যামেরিকায় প্রবেশের জন্য।