news.ibtvusa@gmail.com

917-517-9777

সাশ্রয়ী আবাসন সংক্রান্ত ৩ বিলে হোকুলের সই

সাশ্রয়ী আবাসন সংক্রান্ত ৩ বিলে হোকুলের সই

আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক     

সাশ্রয়ী আবাসন সংক্রান্ত তিনটি বিলে সই করে আইনে পরিণত করলেন নিউ ইয়র্ক গভর্নর ক্যাথি হোকুল।

তিনটির দুটি বিলে বয়োজ্যোষ্ঠ, বাড়ি মেরামতে সহায়তা এবং ৬৫ ঊর্ধ্ব বাড়ির মালিকদের প্রপার্টি ট্যাক্স ছাড় দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিলে সই করে হোকুল বলেন, বাসিন্দাদের নিজেদের শিকড়ের সঙ্গে সম্পর্ক বাড়াতেই আইনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

পাশাপাশি বয়োজ্যোষ্ঠদের জীবনের শেষ সময়গুলোতে যাতে সম্মানের সঙ্গে উন্নত জীবন প্রদান করা যায় সে ব্যবস্থা করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান গভর্নর।

তৃতীয় বিলটিতে, জীবনের প্রথম বাড়ি কেনা বাসিন্দাদের ২০২৮ সাল পর্যন্ত প্রোপার্টি ট্যাক্স ছাড় দেওয়া হয়েছে।