news.ibtvusa@gmail.com

917-517-9777

গলফ কার্টে মিনিট্রাকের ধাক্কায় চারজনের মৃত্যু

গলফ কার্টে মিনিট্রাকের ধাক্কায় চারজনের মৃত্যু

আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক     

টেক্সাসের গেলভেস্টন শহরে গলফ কার্টে মিনিট্রাকের ধাক্কায় চারজনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, এরা সম্পর্কে আত্নীয়।

মৃত চারজন সম্পর্কে দাদা-নাতী এবং ভাগ্নী। এরা সবাই ছুটিতে ঘুরতে বের হয়েছিল। শনিবার রাতে একটি গাড়ি ট্রাফিক আইন অমান্য করে মিনিট্রাকে ধাক্কা দিলে সেটি গলফ কার্টে উঠে যায়।

এই সময় গলফ কার্টে ছয়জন ছিল। এতে ফেলিপে বেনটানকুর, তার ভাগ্নী ডেস্টিনি উভালে এবং নাতি ক্যায়সেন বেনটানকুর ও ব্র‍্যায়লিন কান্টু মারা যায়।

পুলিশ জানিয়েছে, মৃত সবাই টেক্সাস থেকে ৩০ মাইল দূরে রোসেনবার্গের বাসিন্দা।

কর্তৃপক্ষ জানিয়েছে, ওই গলফ কার্টে থাকা বাকি দুইজনই আহত হয়েছে।