news.ibtvusa@gmail.com

917-517-9777

ধর্ষণের অভিযোগে আটক কেন্টাকির ক্যাবিনেট সেক্রেটারি

ধর্ষণের অভিযোগে আটক কেন্টাকির ক্যাবিনেট সেক্রেটারি

আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক     

কেন্টাকির সাবেক জাস্টিস ক্যাবিনেট সেক্রেটারি ও স্টেট রিপ্রেজেনটেটিভ জন টিলে'কে সোমবার ধর্ষণের অভিযোগে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

জন টিলে সাবেক গভর্নর ম্যাট বেভিনের অধীনে কেন্টাকির প্রিজন সিস্টেম দেখভাল করতেন। তাকে ল্যাক্সিংটন হোটেলে এক নারীর সাথে ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপন করার অভিযোগে আটক করা হয়েছে।

জন টিলে বর্তমানে লেক্সিংটন-ফায়েট কাউন্টি জেলে আটক রয়েছে।

এদিকে টিলের আইনজীবী টিলেকে নির্দোষ দাবি করে জানান, এই অভিযোগের প্রেক্ষিতে নিজ থেকে আত্মসমর্পণ করেছেন তিনি।

লেক্সিংটন পুলিশ ডিপার্টমেন্টের এক মুখপাত্র জানান, টিলের বিরুদ্ধে এই বছর সংগঠিত হওয়া একটি ঘটনার তদন্ত চলছে।