news.ibtvusa@gmail.com

917-517-9777

কোনো প্রশ্নের উত্তর দেননি ডগ ম্যাস্ট্রিয়ানো

কোনো প্রশ্নের উত্তর দেননি ডগ ম্যাস্ট্রিয়ানো

আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক     

ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ডগ ম্যাস্ট্রিয়ানোস মঙ্গলবার ক্যাপিটল হিল সহিংসতা তদন্তে গঠিত হাউজ সিলেক্ট কমিটির সাথে ভার্চুয়াল শুনানিতে অংশ নেন। তবে তিনি হাউজ সিলেক্ট কমিটির কোনো প্রশ্নের উত্তর দেননি।

হাউজ সিলেক্ট কমিটির সাথে সংশ্লিষ্ট এক সূত্র এই তথ্য জানিয়েছেন। সূত্র আরও জানায়, ম্যাস্ট্রিয়ানোসের আইনজীবী টিম পারলাটোরে বেশ কিছু বিষয়ে আপত্তি জানান। সেই সাথে শুনানির যৌক্তিকতা বিষয়েও প্রশ্ন করেন তিনি।

পারলাটোরে জানান হাউজ সিলেক্ট কমিটির শুনানি ১৫ মিনিট স্থায়ী হয়। একই সাথে হাউজ সিলেক্ট কমিটি কোনো নির্দিষ্ট অভিযোগ আনতে পারেনি। তবে এই বিষয়ে হাউজ সিলেক্ট কমিটি কোনো মন্তব্য করা থেকে বিরত ছিল।