news.ibtvusa@gmail.com

917-517-9777

অভিযানের সার্চ ওয়ারেন্ট নিয়ে ধোঁয়াশা

অভিযানের সার্চ ওয়ারেন্ট নিয়ে ধোঁয়াশা

আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক     

সাবেক আইনজীবী এবং ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হ্যারি লিটম্যান জানান, ডনাল্ড  ট্রাম্পের বাসভবনে এফবিআই এর অভিযানের সার্চ ওয়ারেন্ট বিষয় নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে।

লিটম্যান সিবিএস নিউজের ক্যাথেরিন হেরিডজকে জানান, এই ধরণের অভিযানের সার্চ ওয়ারেন্ট নিশ্চিত করতে বেশ শক্তিশালী প্রমাণের প্রয়োজন হয়।

তিনি জানান, সার্চ ওয়ারেন্টের নির্দেশ বেশ উচ্চপদ থেকে এসেছে। ডিপার্টমেন্ট অব জাস্টিসের দ্বিতীয় উচ্চপদস্থ কর্মকর্তা লিসা মনাকোর সম্মতি ছিল এই অভিযানে।

ধারণা করা হচ্ছে, ট্রাম্প ক্ষমতা ছাড়ার সময় হোয়াইট হাউজ থেকে কয়েকটি বাক্সে করে বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি কাগজপত্র ফ্লোরিডায় নিয়ে গিয়েছিলেন, এমন অভিযোগের তদন্ত করতেই অভিযান চালিয়েছেন এফবিআই এজেন্টরা।