news.ibtvusa@gmail.com

917-517-9777

ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে এফবিআইয়ের তল্লাশি

ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে এফবিআইয়ের তল্লাশি

আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক     

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে তল্লাশি চালিয়েছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন -এফবিআই।

জানা গেছে, গোপন নথিপত্রের সন্ধানে এ তল্লাশি চালানো হয়।

ফ্লোরিডায় 'তল্লাশির' সময় ট্রাম্প নিউইয়র্কে 'ট্রাম্প টাওয়ার'-এ ছিলেন।

সংশ্লিষ্টদের বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, সাবেক প্রেসিডেন্ট তার বাড়িতে গুরুত্বপূর্ণ নথিপত্র রাখতে পারেন এমন ঘটনার তদন্তে এফবিআইয়ের সদস্যরা 'সার্চ ওয়ারেন্ট' নিয়ে ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে গেছেন।

এর আগে, গত ফেব্রুয়ারিতে  জাস্টিস ডিপার্টমেন্টের প্রতি ট্রাম্পের বাড়ি ও কার্যালয়ে তল্লাশির অনুরোধ জানানো হয় দেশটির ন্যাশনাল আর্কাইভের পক্ষ থেকে।

এ কারণে এফবিআইয়ের এমন পদক্ষেপ হতে পারে বলে মনে করা হচ্ছে।