ibtvusa@gmail.com

917-517-9777

ইরানের রেভল্যুশনারি গার্ড সন্ত্রাসী সংগঠন!

ইরানের রেভল্যুশনারি গার্ড সন্ত্রাসী সংগঠন!

আইবিটিভি নিউজ ডেস্ক     

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস- আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে কানাডা। কানাডার জননিরাপত্তা–বিষয়ক মন্ত্রী ডমিনিক লেব্লাঙ্ক এ ঘোষণা দেন।আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠনের’ তালিকায় অন্তর্ভুক্ত করায়, ইরান সরকারের হাজারো জ্যেষ্ঠ কর্মকর্তা কানাডায় প্রবেশ করতে পারবেন না। তাদের মধ্যে আইআরজিসির কর্মকর্তাও আছেন।আইআরজিসির প্রায় দুই লাখ সক্রিয় সদস্য রয়েছে। আইআরজিসির নিজস্ব স্থল, নৌ ও বিমানবাহিনী রয়েছে। তারা ইরানের কৌশলগত অস্ত্রের তদারক করে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীর সঙ্গে এই বাহিনীর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এ ছাড়া দেশটির সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে এই বাহিনীর ব্যাপক প্রভাব রয়েছে। কুদস ফোর্স নামে আইআরজিসির একটি শাখা আছে। এই শাখার মাধ্যমে দেশের বাইরে অভিযানসহ তৎপরতা চালায় ইরান। কুদস ফোর্সকে আগেই ‘সন্ত্রাসী সংগঠনের’ তালিকায় অন্তর্ভুক্ত করেছে কানাডা। তবে এবার তারা পুরো আইআরজিসিকেই ‘সন্ত্রাসী সংগঠনের’ তালিকাভুক্ত করল। এ বিষয়ে কানাডার জননিরাপত্তা–বিষয়ক মন্ত্রী ডমিনিক বলেন, অটোয়া এই পদক্ষেপের মাধ্যমে একটি শক্ত বার্তা দিচ্ছে। বার্তাটি হলো, আইআরজিসির সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে লড়াইয়ে কানাডা তার হাতে থাকা সব উপায় ব্যবহার করবে।