ibtvusa@gmail.com

917-517-9777

নিউইয়র্কে নারায়ণগঞ্জ জেলা সমিতির অভিষেক

নিউইয়র্কে নারায়ণগঞ্জ জেলা সমিতির অভিষেক

আইবিটিভি নিউজ ডেস্ক     

নিউইয়র্কে নারায়নগন্জ জেলা সমিতি উত্তর আমেরিকার নবনির্বাচিত কমিটির কর্মকর্তারা এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যে গিয়ে অভিষিক্ত হয়েছেন গত ২০ আগস্ট মঙ্গলবার।নিউইয়র্ক উডসাইডের গুলশান ট্যারেসে অনুষ্ঠিত হয় এই অভিষেক অনুষ্ঠান।নবনির্বাচিত নতুন কমিটিটির কর্মকর্তারা শপথ গ্রহনের মধ্যে দিয়ে নতুন কার্যকরি বছরের দায়িত্ব বুঝে নেন।অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির কয়েকশত সদস্য, তাদের পরিবারবর্গ এবং নারায়নগন্জের বেশ কয়েকজন সন্মানীত ব্যাক্তিবর্গ।নতুন কার্যকরি বছরে নতুন উদ্যোগে বিভিন্ন কর্মপকিকল্পনা নিয়ে আগামীতে কাজ করার অংগীকার করেন নতুন কমিটির কর্মকর্তারা।অভিষেক অনুষ্ঠান শেষে ছিলো নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীবৃন্দ।